ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ শহরে সবজি কাটা বটির আঘাতে সাইম (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে শহরের মহিলা কলেজ পাড়ায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সাইম শহরের প্রিন্টিং প্রেস ব্যবসায়ী মনিরুজ্জামানের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির মা রান্নাঘরে সবজি কাটছিলেন। একপর্যায়ে সাইম খেলার ছলে বটি ধরতে চাইলে মা সেটি রান্নাঘরের র্যাকে সরিয়ে রাখেন। পরে অন্য ঘরে গিয়ে কাজ করছিলেন তিনি। এ সুযোগে শিশু সাইম আবারও বটি নামাতে গেলে হঠাৎ সেটি তার ঘাড়ে পড়ে যায়। এতে সে গুরুতর জখম হয়।
পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, ঘাড়ের রগ কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়েছে।
এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায়ও গভীর শোকের সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.