হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
দল পুনর্গঠন ও তৃণমূলে সংগঠনকে আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানিয়েছেন যশোরের শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। তিনি বলেছেন, "দেশের ক্রান্তিকালে বিএনপির প্রকৃত শক্তি হচ্ছে তৃণমূল। তাই আন্দোলন-সংগ্রামকে সফল করতে ইউনিয়ন পর্যায় থেকেই দলকে সুসংগঠিত করতে হবে।"
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে শার্শা উপজেলার পুটখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বারোপোতা মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক জরুরি কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান কামরুল, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, দ্বিতীয় সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, সহ-সভাপতি আব্দুল মজিদ, মো. আলী শাহীন, সহ-দপ্তর সম্পাদক মো. সাইদুজ্জামান এবং অর্থ সম্পাদক নজরুল ইসলাম।
সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কৃষক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কেন্দ্র ঘোষিত আন্দোলন-সংগ্রাম সফল করতে ইউনিয়ন পর্যায়ের প্রত্যেকটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তৃণমূল থেকেই গণতান্ত্রিক আন্দোলনের বীজ বপন করতে হবে—যার নেতৃত্বে থাকবে সচেতন, সাহসী ও বলিষ্ঠ স্থানীয় নেতৃত্ব।
তারা আরও বলেন, বিএনপির প্রতিটি ইউনিট যদি সক্রিয় হয়, তাহলে সরকারের দমন-পীড়নকে উপেক্ষা করে গণআন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.