নাইম উদ্দিন আকন, পিরোজপুর প্রতিনিধি
আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন (পিআর পদ্ধতি) চালু করা হলে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটবে এবং একইসাথে ভোটাধিকার নিশ্চিত ও মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে বলে মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী।
শুক্রবার (৪ জুলাই) সকাল ১০টায় পিরোজপুর পৌর জামায়াতের আয়োজনে জেলা জামায়াত কার্যালয়ে কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা, শহরে জনসংযোগ এবং ভাড়ানিখাল খননকাজ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মতোই পিআর পদ্ধতির যৌক্তিকতা দেশের মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে। এই পদ্ধতিতে প্রতিটি ভোটের মূল্য থাকে এবং কোনো ভোটই নষ্ট হয় না। এটি একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে কার্যকর ব্যবস্থা।”
তিনি আরও বলেন, “পিআর পদ্ধতির মাধ্যমে মনোনয়ন বাণিজ্য, টাকার অপব্যবহার ও নির্বাচন ঘিরে চলা দুর্নীতি রোধ সম্ভব। এই পদ্ধতির মাধ্যমে প্রতিটি দলের প্রকৃত জনসমর্থন প্রতিফলিত হবে।”
এ সময় তিনি জুলাই-আগস্ট আন্দোলনের চেতনার কথা স্মরণ করে বলেন, “বৈষম্যহীন বাংলাদেশ গঠনের স্বপ্ন ছিল ওই আন্দোলনের মূল প্রেরণা। এটি বাস্তবায়নে রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রয়োজন। গণহত্যার বিচার না করে ও ইন্টেরিম সরকারের অধীনে নির্বাচনের পূর্বে খুনি হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবি না মানলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক শেখ, পৌর আমীর ইসহাক আলী খান, পৌর সেক্রেটারি আল আমিন শেখ, সহকারী সেক্রেটারি আনসারুজ্জামান হালিম, ৫ নম্বর ওয়ার্ড আমীর মোদাচ্ছের হোসাইন, সেক্রেটারি আব্দুস সাত্তার, পিরোজপুর বাজার কমিটির সভাপতি কবির হোসেনসহ পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.