জাহিদ হাসান বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মাকড়াই শালবাগান এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনগণের সাহসিকতায় এক ডাকাতকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই ২০২৫) রাত আনুমানিক ৩টার দিকে স্থানীয়রা দেখতে পান কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয়রা একত্রিত হয়ে ধাওয়া দিলে সোহেল, শরীফসহ আরও ৪-৫ জন পালিয়ে যেতে সক্ষম হলেও একজন ডাকাত ধরা পড়ে যায়। আটক ডাকাতের নাম জালাল। তাকে স্থানীয়রা ধরে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার এস.এস.আই সিরাজুল আওলাদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে জালালকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় বীরগঞ্জ চাকাই হাসপাতালে ভর্তি করান।
পুলিশ সূত্রে জানা যায়, আটক জালালের বিরুদ্ধে বীরগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলাসহ গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং পলাতক ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বীরগঞ্জ থানা অফিস ইনচার্জ আব্দুল গফুর ।