Nabadhara
ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা এনেছি, এবার সংস্কারও আনবো – নওগাঁয় নাহিদ ইসলাম

নওগাঁ প্রতিনিধি
জুলাই ৫, ২০২৫ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে এ দেশে স্বাধীনতা এনেছি এবার সংস্কারও আনবো। আমরা একাত্তরে স্বাধীনতা এনেছিলাম কিন্তু সেই স্বাধীনতা বেহাত হয়ে গিয়েছিল। ২৪ শের গণঅভ্যুত্থান কোন ভাবেই ধুলোন্ঠিত হতে দিবো না। শনিবার রাত সাড়ে ৮টায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির ৫ম দিনে নওগাঁয় পদযাত্রায় শহরের নওযোয়ান মাঠে এ সব কথা বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশ স্বাধীন হয়েছে এক বছর হলো কিন্তু এখনো সংস্কার হয়নি। বিচার, সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের মধ্য দিয়ে এ দেশ পুর্ণগঠন করতে হবে। আমরা স্বাধীনতা এনেছি সেই স্বাধীনতা আমরাই রক্ষা করবো। এনসিপি কোন মিথ্যা প্রতিশ্রুতি দেয়না। সময়ের প্রয়োজনে রাজনৈতিক পরিস্থিতির মধ্যদিয়ে আমরা রাজনৈতিক হয়ে উঠেছি এবং রাজনৈতিক দল গঠন করতে হয়েছে।

এর আগে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে এনসিপির নেতৃবৃন্দের পদযাত্রা করে শহরের নওযোয়ান মাঠে সমাবেশে যোগ দেন।

এসময় আরও বক্তব্য রাখেন, এনসিপি সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সদস্যসচিব আখতার হোসাইন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও শহীদ পরিবারের স্বজনরাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।