Nabadhara
ঢাকারবিবার , ৬ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীর পলাশে সিমেন্ট কারখানায় হা/মলা-লুটপাট: যুবদল নেতা গ্রে’প্তার

নরসিংদী প্রতিনিধি
জুলাই ৬, ২০২৫ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে নির্মাণাধীন একটি সিমেন্ট কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনির উজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) রাতে তাকে নরসিংদী সদর এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়।

 

রবিবার (৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। তিনি জানান, কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড নামের ওই কারখানায় গত ৩ জুলাই দুপুরে ২৫-৩০ জনের সশস্ত্র একটি দল নদীপথে ট্রলারযোগে এসে হামলা চালায়। তারা কারখানার ছয়টি কক্ষে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় শ্রমিকদের মোবাইল ফোন, ল্যাপটপসহ বিভিন্ন মালামাল লুট করে নেয়। হামলায় অন্তত সাতজন শ্রমিক আহত হন।

 

কারখানা কর্তৃপক্ষ জানায়, স্থানীয় যুবদল নেতা মনির উজ্জামান, বাদল মিয়া ও নজরুল মাস্টার ড্রেজার কাজ পাওয়ার দাবিতে কোম্পানির ওপর চাপ সৃষ্টি করছিলেন। মালিকপক্ষ রাজি না হওয়ায় তারা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় এ হামলা চালানো হয়।

 

ঘটনার পর পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে কারখানা কর্তৃপক্ষ পলাশ থানায় ২৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫-৬ জনকে অভিযুক্ত করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করে। গ্রেপ্তারকৃত মনির উজ্জামান ওই মামলার এক নম্বর আসামি।

 

ওসি মনির হোসেন আরও জানান, মনিরকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

স্থানীয়দের দাবি, মনির উজ্জামান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের ঘনিষ্ঠ অনুসারী এবং তিনি এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছেন। হামলার ঘটনায় তার বিরুদ্ধে এবারই প্রথম আইনগত ব্যবস্থা নেওয়া হলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।