তাপস কুমার মজুমদার,ভোলা প্রতিনিধি
মৌসুমী বায়ুর প্রভাবে ভোলা জেলায় বিরাজ করছে বিরূপ আবহাওয়া। রোববার (৭ জুলাই) সকাল থেকেই আকাশ ছিলো মেঘাচ্ছন্ন এবং থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। ফলে সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে।
টানা তৃতীয় দিনের মতো ভোলার অভ্যন্তরীণ ১০টি নৌ-রুটে যাত্রীবাহী লঞ্চ ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এতে ভোলা-চরফ্যাশন, ভোলা-মনপুরা, ভোলা-লক্ষ্মীপুরসহ গুরুত্বপূর্ণ রুটে যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
লঞ্চ চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধ ট্রলারে করে ভোলা-লক্ষ্মীপুর রুটে যাতায়াত করছে। এতে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।
তবে ভোলা-ইলিশা রুটে ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও লঞ্চ ও ট্রাক বন্ধ থাকায় সেখানে দেখা গেছে অতিরিক্ত যাত্রীর ভিড়।
ভোলা আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় সকাল ৯টা পর্যন্ত ভোলায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আরও জানান, আগামী দুই থেকে তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.