Nabadhara
ঢাকামঙ্গলবার , ৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সেনা সদস্যের পা ভাঙার ঘটনায় ৫ জন আটক, মাদারীপুরে চাঞ্চল্য

এমদাদ খান,মাদারীপুর প্রতিনিধি
জুলাই ৮, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

এমদাদ খান,মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর উপজেলায় উচ্চশব্দে গান বাজাতে নিষেধ করার জেরে এক সেনা সদস্যের পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (৭ জুলাই) গভীর রাতে পাঁচজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনীর সদস্যরা।

আহত সেনা সদস্যের নাম প্রশান্ত বৈদ্য (৩৩)। তিনি রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়ানগর গ্রামের নকুল বৈদ্যের ছেলে এবং ঢাকার সাভার সেনানিবাসে কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৫ জুলাই) দুপুরে প্রশান্ত বৈদ্যের বাড়ির পাশে একটি ইঞ্জিনচালিত নৌকায় উচ্চশব্দে গান বাজাচ্ছিল স্থানীয় কয়েকজন যুবক। এতে বিরক্ত হয়ে প্রশান্ত তাদের গান বাজাতে নিষেধ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে সোমবার দুপুরে প্রশান্তকে একা পেয়ে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে প্রশান্তের বাম পা ভেঙে দেয়। প্রশান্তের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

আহত প্রশান্তকে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পরপরই মাদারীপুর ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে পাঁচজন অভিযুক্তকে আটক করে। আটককৃতরা হলেন রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের চৌরাশি গ্রামের মৃনাল ভক্ত (৪২), রামানন্দ (৬৫), সুব্রত ভক্ত (২৭), সমর ভক্ত (৪১) এবং আশুতোষ ভক্ত (৬৫)। সোমবার মধ্যরাতে তাদের রাজৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ বিষয়টি নিশ্চিত করে জানান, “সেনাসদস্য প্রশান্তকে হাতুড়ি পেটার ঘটনায় পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী। এ ব্যাপারে মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।