ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
মাইমুনা আক্তার ময়না হত্যার বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সরকারি কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
নির্মম এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়ে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে এবং পরে বিশ্বরোড মোড়ে গোলচত্বরে জড়ো হয়ে মানববন্ধন করে।
মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন রেজোয়ান বাদশা, আবু সুফিয়ান, আবু বক্কর সানি, শিবলি সাদিক, জামাল, ইমরান হাসান জুনিয়র, মোফাজ্জসেল ইসলাম, রোহন, আন্তর, এবং রাসেলসহ আরও অনেকে।
এছাড়াও, সরাইল উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী এবং ছাত্রদলের আহ্বায়ক জামাল হোসেন লস্কর এই মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত রোববার (৬ জুলাই) সকালে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের হাবলিপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলা থেকে নিখোঁজ মাইমুনা আক্তার ময়নার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।