Nabadhara
ঢাকামঙ্গলবার , ৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলা প্রতি‌নি‌ধি 
জুলাই ৮, ২০২৫ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

ভোলা প্রতি‌নি‌ধি 

ভোলার লালমোহন উপজেলায় বৃষ্টির জমা পানিতে ডুবে মো. জায়েদ (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নয়ানীগ্রাম এলাকার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চৌকিদার বাড়ির দরজায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই বাড়ির মিজানুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতের প্রবল বৃষ্টিতে শিশুটির বসতঘরের বারান্দা পানিতে তলিয়ে পাশের জলাশয়ের সঙ্গে মিশে গিয়েছিল। মঙ্গলবার সকালে জায়েদের মা ঘরের ভেতরে অবস্থান করছিলেন। তার অজান্তেই জায়েদ ঘর থেকে বেরিয়ে বারান্দায় খেলতে যায় এবং সেখানেই বৃষ্টির জমা পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা তাকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।