শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি মুজিবুর রহমান শামীম।
মঙ্গলবার (৮ জুলাই) ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়। চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটি তাকে এই গুরুত্বপূর্ণ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করে নির্বাচন মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।
মুজিবুর রহমান শামীম বলেন, “ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ও দেশপ্রেমিক জনগণের প্রতিনিধিত্ব করতেই আমি নির্বাচন করতে যাচ্ছি। উন্নয়ন, ন্যায়বিচার ও জনসেবার রাজনীতি প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য।”
উল্লেখ্য, বাগেরহাট জেলার ৯টি উপজেলার মধ্যে ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট-১ সংসদীয় আসন। এখানে নির্বাচন কেন্দ্র করে ইতোমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে।
স্থানীয়ভাবে জনপ্রিয় ও পরিচিত মুখ হওয়ায় মুজিবুর রহমান শামীমের প্রার্থিতা এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.