যশোর প্রতিনিধি
গতবারের চেয়ে চলতি বছর এসএসসিতে যশোর শিক্ষা বোর্ডের পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেশ কমেছে। দেশ সেরা হওয়ার গৌরব ধরে রাখতে পারিনি। অঙ্ক ও ইংরেজিতে শিক্ষার্থীরা বেশি ফেল করায় এ ফল বিপর্যয় মূল কারণ বলে মনে করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর আব্দুল মতিন।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এ বছর পাশের হার ৭৩.৬৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪১০ জন। গত বছর পাশের হার ছিল ৯২.৩৩ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ছিল ২০ হাজার ৭৬১।
এ বছর পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমের কারণ হিসেবে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, চলতি বছর অঙ্ক ও ইংরেজিতে শিক্ষার্থীরা একটু খারাপ করেছে। অন্যান্য বিষয়ে ৯০ শতাংশের উপরে পাশ করলেও এবার ইংরেজি ও অঙ্কে শিক্ষার্থীরা ৮৫ শতাংশ পাশ করেছে। সেইজন্যই মূলত ফলাফল খারাপ হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.