যশোর প্রতিনিধি
যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলায় এসএসসির ফলাফলে শীর্ষস্থান অর্জন করেছে যশোর জেলা। গত বছরের মতো এবারো তলানিতে অবস্থান মেহেরপুর জেলা।গত বছর শীর্ষস্থানে ছিল মেহেরপুর জেলা। বিষয়টি নিশ্চিত করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন.
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, পাশের হারে খুলনা বিভাগের ১০টি জেলার মধ্যে প্রথম হয়েছে যশোর। আর সবচেয়ে কম পাশ করেছে মেহেরপুর জেলার পরীক্ষার্থীরা। যশোরে পাশের হার ৭৯.০৭ শতাংশ।
এদিকে মেহেরপুর জেলায় পাসের হার ৬২ দশমিক ৭০ শতাংশ। খুলনা জেলায় পাশের হার ৭৭ দশমিক ৯৪ শতাংশ। সাতক্ষীরা জেলায় পাশের হার ৭৬ দশমিক ৮০ শতাংশ। নড়াইল জেলায় পাশের হার ৭৩ দশমিক ৬১ শতাংশ। কুষ্টিয়া জেলায় পাসের হার ৭৩ দশমিক ৪০ শতাংশ, চুয়াডাঙ্গা জেলায় পাশের হার ৭২ দশমিক ১৬ শতাংশ, বাগেরহাট জেলায় পাশের হার ৭১ দশমিক ৬০ শতাংশ, মাগুরা জেলায় পাসের হার ৬৮ দশমিক ৬৫ শতাংশ, ঝিনাইদহ জেলায় পাশের হার ৬৭ দশমিক ৮০ শতাংশ।