Nabadhara
ঢাকাশুক্রবার , ১১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় প্রেমের ডাকে অনশন: প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

তৈয়্যবুর রহমান তুহিন,ভোলা প্রতিনিধি 
জুলাই ১১, ২০২৫ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

তৈয়্যবুর রহমান তুহিন,ভোলা প্রতিনিধি 

ভোলায় প্রেমঘটিত ঘটনা যেন দিনদিন নতুন মোড় নিচ্ছে। আজ শুক্রবার (১১ জুলাই) সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আকরদ্দী গ্রামে প্রেমিকের বাড়িতে এসে অনশনে বসেন এক তরুণী। প্রেমিক রায়হানের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে তিনি এ অনশন শুরু করেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তরুণী চট্টগ্রাম থেকে ছুটে এসেছেন রায়হানের (পিতা- আবুল হোসেন) প্রেমে পড়ে। তার দাবি, রায়হান তাকে দীর্ঘদিন ধরে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু সম্প্রতি যোগাযোগ কমিয়ে দিয়ে বিয়ের প্রসঙ্গ এড়িয়ে চলতে শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রেমিকা সরাসরি রায়হানের বাড়িতে উপস্থিত হন এবং উঠোনে অনশনে বসেন।

 

ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ ভিড় জমাতে শুরু করেন। পরে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং উভয়পক্ষকে নিয়ে আলোচনায় বসেন।

 

রায়হান বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি না হলেও তার পরিবারের সদস্যরা ঘটনা সমাধানে নানাভাবে উদ্যোগ নিচ্ছেন। প্রেমিকার অনশনকে কেন্দ্র করে রায়হান পরিবারে চরম অস্বস্তি ও সামাজিক বিব্রত সৃষ্টি হয়েছে।

 

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

উল্লেখ্য, ভোলার বিভিন্ন উপজেলায় সম্প্রতি প্রেমঘটিত এমন একাধিক ঘটনা ঘটছে, যা সমাজে আলোচনার ঝড় তুলেছে। বিশ্লেষকরা বলছেন, এসব ঘটনা তরুণ সমাজের প্রেম-বিয়ে বিষয়ে অসচেতনতা এবং দায়িত্বহীনতার প্রতিফলন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।