সুজন হোসেন রিফাত, রাজৈর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম মধ্যেপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক সত্তরোর্ধ্ব বৃদ্ধাকে পিটিয়ে গুরুতর জখম করার ঘটনায় অভিযুক্ত আপন দুই ভাইকে গ্রেপ্তার করেছে রাজৈর থানা পুলিশ।
ঘটনাটি ঘটে কয়েকদিন আগে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে রাজৈর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হলে পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত সোহেল কাজী (৩৩) ও তার ভাই রাসেল কাজীকে (২৮) নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তারা দু’জনই একই এলাকার মৃত এচাহক কাজীর ছেলে।
ভুক্তভোগী বৃদ্ধার ছেলে ইলিয়াস খান জানান, তার মা সবজান বেগম (৭৫) জমি সংক্রান্ত বিরোধের জেরে সোহেল ও রাসেলের নেতৃত্বে হামলার শিকার হন। হামলায় মারাত্মকভাবে আহত অবস্থায় তাকে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মজিদ খান ও প্রতিবেশী সোহেল কাজীর মধ্যে দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিরোধ চলছিল। এর আগেও একাধিকবার গ্রামে সালিসি বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি।
এ বিষয়ে রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদ খান বলেন, “ভুক্তভোগী পক্ষের এজাহারের ভিত্তিতে আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
অভিযোগের বিষয়ে সোহেল ও রাসেলের পরিবারের বক্তব্য জানতে তাদের বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি।

