শারমিন সুলতানা, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলায় চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. টিটু মিয়া (২৮) কে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের পারুলিয়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের সময় তার দেহ তল্লাশি করে ৫১ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত টিটু মিয়া গজারিয়া ইউনিয়নের ইছাখালি গ্রামের আবুল হোসেনের ছেলে।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, টিটু মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে পারুলিয়া মোড় ও ইছাখালি গ্রাম এলাকায় ইয়াবা বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছিল। মাদককে কেন্দ্র করে এসব এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডও বেড়ে যাচ্ছিল।
ওসি আরও জানান, টিটুকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

