মাসুদ রানা, চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর জেলার প্রখ্যাত আলেম ও খতিব মাওলানা আ.ন.ম নুরুর রহমান মাদানীর উপর মসজিদে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁদপুর জেলা ইমাম পরিষদের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে জেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, হাফেজ, মাদ্রাসা শিক্ষক, ছাত্র ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে জেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা মাহবুবুর রহমান বলেন, “একজন সম্মানিত আলেমকে নামাজের সময় মসজিদের ভেতর লাঞ্ছিত করা কেবল ব্যক্তিগত হামলা নয়, বরং ইসলাম, কুরআন, সুন্নাহ এবং ধর্মীয় মর্যাদার ওপর সরাসরি আঘাত। অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার হলেও কেবল এতেই দায় শেষ হয় না।”
তিনি অভিযোগ করেন, হামলাকারীর পক্ষ নিয়ে কিছু ব্যক্তি সামাজিক মাধ্যমে উসকানিমূলক পোস্ট করছেন, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সমাজবিরোধী কাজ। তিনি এই উস্কানিদাতাদের আইনের আওতায় আনার দাবি জানান।
আলোচনায় আরও অংশ নেন:হাফেজ মাওলানা মুফতি ফারুক (সহ-সভাপতি, চাঁদপুর জেলা ইমাম পরিষদ),মুফতি সিরাজুল ইসলাম (বীর মুক্তিযোদ্ধা ও উপদেষ্টা),মাওলানা লিয়াকত আলী (উপদেষ্টা),মাওলানা আব্দুস সালাম (সহ-সম্পাদক),মাওলানা তারেক হাসান (সাংগঠনিক সম্পাদক),মাওলানা ওবায়দুল্লাহ (প্রচার সম্পাদক),মুফতি মো. জাফর আহম্মেদ (সদস্য, রেলওয়ে বাইতুল আমিন জামে মসজিদ),হাফেজ মাওলানা নিজামুল হক (সদস্য, চাঁদপুর সরকারি কলেজ জামে মসজিদ),হাফেজ মাওলানা মাহাবুবুল হাসান (ইমাম, প্রফেসরপাড়া জামে মসজিদ)।
মানববন্ধনের শেষে হামলায় আহত আলেম মাওলানা নুরুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

