Nabadhara
ঢাকাসোমবার , ১৪ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় আওয়ামী লীগ নেতাদের প্রত্যয়নপত্র,দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

Link Copied!

এস এম শরিফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, নড়াইল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লোহাগড়া উপজেলা শাখার দলীয় প্যাড ব্যবহার করে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের পক্ষে প্রত্যয়নপত্র দেওয়ার অভিযোগে দলটির স্থানীয় দুই নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , সম্প্রতি লোহাগড়া উপজেলা কৃষক দলের আহবায়ক মুন্সী খায়রুজ্জামান ওরফে আলম মুন্সী ও উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম রঞ্জু বিশ্বাস যথাক্রমে যুবলীগ নেতা ও সাবেক পৌর কমিশনার মোঃ আনিচুর রহমান এবং লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ৮নং দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিনের পক্ষে দলীয় প্যাডে প্রত্যয়নপত্র ইস্যু করেন।

শনিবার (১৩জুলাই) বিষয়টি ফাঁস হয়ে পড়লে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং এরই প্রেক্ষিতে লোহাগড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে অপকর্মে জড়িত ওই দুইজন বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার (১৪জুলাই) লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু ও সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে,“দলীয় অনুমোদন ছাড়া ভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পক্ষে প্রত্যয়নপত্র প্রদান বিএনপির গঠনতন্ত্র ও নীতিমালার পরিপন্থী। বিষয়টি দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল হওয়ায় লোহাগড়া উপজেলা কৃষক দলের আহবায়ক মুন্সী খায়রুজ্জামান ওরফে আলম মুন্সী ও উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম রঞ্জু বিশ্বাস কে তিন (০৩) কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু সোমবার দুপুরে গণমাধ্যমকর্মীদের ওই দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।