
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলার ২০২৪-২৫ অর্থবছরে পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদকে জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচিত করা হয়েছে।
১৪ জুলাই ২০২৫ তারিখে, কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক খন্দকার মাহবুবুর রহমানের কাছ থেকে সনদপত্র ও ক্রেস্ট গ্রহণ করেন অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
এই সম্মাননা অর্জনে আনন্দ প্রকাশ করে চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, “এই অর্জন শুধুমাত্র আমার একার নয়, এটি অষ্টগ্রাম সদর ইউনিয়নের আপামর জনসাধারণের ঐকান্তিক প্রচেষ্টা, সহযোগিতা এবং স্বাস্থ্যসচেতনতার ফসল। ইউনিয়নবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া এই সাফল্য অর্জন করা সম্ভব হতো না।”
তিনি আরও বলেন, “আমরা ভবিষ্যতেও পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবো, যাতে আমাদের ইউনিয়নের প্রতিটি পরিবার সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে পারে।”
চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.