চাঁদপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়নের ১২৬ কোটি ৭৯ লাখ ১৬ হাজার ৮২১টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। সোমবার (১৪জুলাই) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের অডিটোরিয়ামে বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক (উপসচিব) মো. গোলাম জাকারিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন। স্বাগত বক্তব্য দেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভুঁইয়া। তিনি বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা মাকসুদর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা সহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা। এসময় পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪৬ কোটি ৫৬ লাখ ৮২ হাজার ৪২৫ টাকা।

