মাসুদ রানা, চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দল আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বিনষ্ট এবং ‘মব সৃষ্টির’ ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক বেলাল হোছাইন বলেন,
“বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। আগামী নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপিকে বেকায়দায় ফেলতে কিছু রাজনৈতিক দল পরিকল্পিতভাবে মব সৃষ্টি করছে এবং দায় চাপাতে চাইছে আমাদের উপর।”
তিনি আরও বলেন,
“দেশ ও জাতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। আমাদেরকে সংগঠিতভাবে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি এবং পরিচালনায় ছিলেন সদস্য সচিব সামছুল আরেফিন খান।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম। তিনি বলেন,
“চাঁদপুরসহ সারাদেশে সরকারের ছত্রচ্ছায়ায় অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। বিএনপি ও এর অঙ্গ সংগঠনসমূহ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিচ্ছে।”
আরও বক্তব্য রাখেন:
- জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী
- পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ
- জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ
বক্তারা বলেন, চাঁদপুরের মাটি গণতন্ত্রের পক্ষে, স্বেচ্ছাসেবক দল জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবসময় মাঠে ছিল এবং থাকবে।

