এস এম শরিফুল ইসলাম,স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে শহীদ আবু সাঈদ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্টিত হয়।
জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- নড়াইল সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, পিপি অ্যাডভোকেট আব্দুল হক, জিপি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, জেলা প্রাণি সম্পদ অফিসার ডা. সিদ্দিকুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন,শহীদ আবু সাঈদ ছিলেন একজন অকুতোভয় সৈনিক। নিজের জীবনের বিনিময়ে দেশকে স্বৈরাচার মুক্ত করে গেছেন। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষে শহীদ আবু সাঈদের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে।
এ সময় সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।