স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামে দীর্ঘ দিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক জাহাঙ্গীর শেখ (৬২)কে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে।
বুধবার (১৬জুলাই) দুপুর ১২টার দিকে বাহিরপাড়া গ্রামের বিলের মাঝে এ হত্যার ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর শেখ বাহিরপাড়া গ্রামের মৃত মজিদ শেখের ছেলে। পুলিশ লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাহিরপাড়া গ্রামের কাওছার শেখ ও জাহাঙ্গীর শেখের মধ্যে জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার দুপুর ১২টার দিকে জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শেখ জমির আইল (জমির সীমানা নির্ধারণের জন্য বাঁধ) দিচ্ছিলেন। এসময় উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক হয়। তর্ক-বিতর্কের এক পর্যায়ে কাউসার শেখের পক্ষের ৭/৮জন মিলে জাহাঙ্গীর ও নাহিদ শেখ কে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এতে জাহাঙ্গীর শেখ ঘটনাস্থলেই মারা যান। আহত নাহিদ শেখ,আঃ কাদের ও নয়ন শেখ কে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে কবির শেখ (৪৬) কে আটক করা হয়েছে।