Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

Link Copied!

আমিনুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হলো ‘জুলাই শহিদ দিবস-২০২৫’। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিনি হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক স্মরণসভা।

স্মরণসভার শুরুতেই শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের আত্মত্যাগ দেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। তাঁদের স্মরণ করা শুধু কর্তব্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ঐতিহাসিক শিক্ষা।”

সভায় প্রধান অতিথি ও বিশেষ বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা, সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম।

এছাড়া বক্তব্য রাখেন জুলাই অভ্যুত্থানে আহত ফায়সাল আহমেদ শান্ত ও মোমিনুল হাসান। তাঁরা সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরে শহিদদের স্মৃতিচারণ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবণী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ও জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

স্মরণসভাটি ছিল অতীতের ইতিহাসকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরার এক মহৎ প্রয়াস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।