ওসমান হারুনী,বিশেষ প্রতিনিধি,জামালপুর
জামালপুরে নারী কেলেংকারী ঘটনার সাথে জড়িত ইসলামপুর সরকারি জে.জে.কে.এম.গার্লস হাইস্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আ:ছালামের পুনরায় যোগদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭জুলাই)প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের আয়োজনে শহরে বিক্ষোভ মিছিল শেষে কলেজে গেইটে মানববন্ধনে প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক নাহিদা আক্তার খানম সুলেখা, অভিভাবক মোরাদুজ্জামান,মহিলা দলের সভানেত্রী রিনা আক্তার কাপাসি, শিক্ষার্থী রৌদশী, শিরিন, ছাত্রনেতা রাফিয়ান জামান বিশাল, শিক্ষার্থীদের অভিভাবক রেখা আক্তার, রশিদা আক্তার, শিরিনা বেগমসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এই সময় বক্তারা বলেন, গত ২০২০ সালে ফেব্রুয়ারি মাসে আন্তঃনগর ট্রেনে স্কুলের শিক্ষার্থীর সাথে আপত্তিকর অবস্থায় দেওয়ানগঞ্জ জিআরপি থানা পুলিশ ও ট্রেনের যাত্রীরা প্রিন্সিপাল আব্দুস সালাম হাতেনাতে ধরে পড়ে। এই ঘটনায় দীর্ঘ দিন কলেজ থেকে চাকুরীচ্যুত রয়েছে। ইসলামপুরের ঐতিহ্যবাহী নারী এই শিক্ষাঙ্গনে নিজ প্রতিষ্ঠানেী শিক্ষার্থীর সাথে ট্টেনে নারী কেলেংকারী ঘটনায় জড়িত সাবেক অধ্যক্ষ আবারও আইনের মারপেচে নিজেকে অধ্যক্ষ দাবি করে আবারও যোগদান করার চেষ্টা করছে। তাই এমন নৈতিক চরিত্র অব্ক্ষয় কুলঙ্কার শিক্ষকের আগমনে প্রতিষ্ঠানটির শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
পরে তার বিষয়টি নিয়ে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমানের নিকট একটি স্বারক লিপি প্রদান করেন বিক্ষুব্ধরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.