Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে মাস্ক বিতরণ করেছে ক্ষুদে বিজ্ঞানী সংসদ

স্টাফ রিপোর্টার, ভোলা
জুলাই ১৭, ২০২৫ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, ভোলা

ভোলা সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করেছে ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদ। বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) সকালে কলেজ কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

সকাল ৯টায় মাস্ক বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন পরীক্ষা কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক মাছুম বিল্লাহ, ক্ষুদে বিজ্ঞানী সংসদের সভাপতি অমিতাভ অপু, সদস্য সচিব প্রধান শিক্ষক মোঃ মনির উদ্দিন, ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, প্রধান শিক্ষক নাহিদ মোর্শেদা, সহকারী ভূমি কর্মকর্তা মোঃ ইদ্রিস, সংগঠনের অর্থ সচিব পুস্পেন্দু মজুমদার, উন্নয়ন সচিব সৌরভ গাঙ্গুলি, যুগ্ম উন্নয়ন সচিব গোপাল ঘোষ, নির্বাহী সদস্য মাকসুদুর রহমান, মনন রায়সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

 

ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদের সদস্য সচিব মোঃ মনির উদ্দিন জানান, বরিশাল বিভাগে করোনা ও ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব থাকায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, এ মাস্ক বিতরণ ও সচেতনতামূলক কার্যক্রম আগামী দুই মাস ধরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলবে।

 

এর আগে ড্রিমল্যান্ড শিশু পার্কে এই কর্মসূচির উদ্বোধন করেন ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।