স্টাফ রিপোর্টার, ভোলা
ভোলা সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করেছে ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদ। বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) সকালে কলেজ কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সকাল ৯টায় মাস্ক বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন পরীক্ষা কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক মাছুম বিল্লাহ, ক্ষুদে বিজ্ঞানী সংসদের সভাপতি অমিতাভ অপু, সদস্য সচিব প্রধান শিক্ষক মোঃ মনির উদ্দিন, ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, প্রধান শিক্ষক নাহিদ মোর্শেদা, সহকারী ভূমি কর্মকর্তা মোঃ ইদ্রিস, সংগঠনের অর্থ সচিব পুস্পেন্দু মজুমদার, উন্নয়ন সচিব সৌরভ গাঙ্গুলি, যুগ্ম উন্নয়ন সচিব গোপাল ঘোষ, নির্বাহী সদস্য মাকসুদুর রহমান, মনন রায়সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদের সদস্য সচিব মোঃ মনির উদ্দিন জানান, বরিশাল বিভাগে করোনা ও ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব থাকায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, এ মাস্ক বিতরণ ও সচেতনতামূলক কার্যক্রম আগামী দুই মাস ধরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলবে।
এর আগে ড্রিমল্যান্ড শিশু পার্কে এই কর্মসূচির উদ্বোধন করেন ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।