Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে ধ*র্ষণ মামলায় একজনের যা*বজ্জীবন কা*রাদন্ড

ওসমান হারুনী,বিশেষ প্রতিনিধি,জামালপুর
জুলাই ১৭, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

ওসমান হারুনী,বিশেষ প্রতিনিধি,জামালপুর

জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় চঞ্চল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৭জুলাই)দুপুরে জমালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম এই আদেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, জামালপুর শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকার ৬ষ্ঠ শ্রেণীতে পড়–য়া এক স্কুল ছাত্রীকে (১২) উত্যক্ত করত একই এলাকার প্রতিবেশী দুলাল উদ্দিনের ছেলে চঞ্চল (২৫)।

এক পর্যায়ে গত ২০১০ সালের ২৯ জুলাই ওই স্কুল ছাত্রী পরীক্ষায় অংশ নেয়ার জন্য স্কুলে যাওয়ার পথে শহরের বোষপাড়া এলাকা থেকে বন্ধুদের সহায়তায় চঞ্চল তাকে অপহরণের পর ধর্ষণ করে। এই ঘটনায় নির্যাতনের শিকার ছাত্রীর বাবা থানায় মামলা দায়ের করেন। মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

বৃহস্প্রতিবার জমালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম বিচার প্রক্রিয়া শেষে আসামী চঞ্চলকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও ১ লাখ ২০ হাজার টাকা অর্ধদন্ড প্রদান করে রায় ঘোষণা করেন। আসামী পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে আদালত।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক ও আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোতাকাব্বির হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।