স্টাফ রিপোর্টার, ভোলা
সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্তিত্বশীল করার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন যুবদলের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয় সামনে অস্থায়ী মঞ্চে যুবদলের বিক্ষোভ সমাবেশ শুরু হয়।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সোপান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয়ের সামনে থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এসময় বক্তারা বলেন, যখন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, তখন কিছু দল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যাতে করে নির্বাচন বানচাল হয়। আমরা দীর্ঘ ১৮ বছর ভোট দিতে পারিনি। আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। যে নির্বাচনে মানুষ যার যার ইচ্ছে মতন ভোট দেবে। এসময় বক্তারা সকলকে আগামী দিনে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.