আজাহার আলী, বগুড়া
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা’। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজের পল বেসরা অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের চিত্রকর্মে ফুটে ওঠে ১৯৭৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের নানান দৃশ্য ও বার্তা। পরবর্তী সময়ে আয়োজনটি পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে, যেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ মাইকেল আশের বেসরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী। আরও উপস্থিত ছিলেন প্রভাষক মনিরুল ইসলাম, মাকসুদা বেগম, সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন ও পারভীন আক্তার।
বক্তব্যে অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান আমাদের ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। সেই শহীদদের আত্মত্যাগ আজও আমাদের জাতীয় চেতনাকে জাগ্রত করে। শিক্ষার্থীদের আঁকা চিত্রগুলোতে সেই চেতনার প্রকাশ ছিল অত্যন্ত স্পষ্ট ও প্রাঞ্জল।”
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.