Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পলাশে শ’হীদদের স্মরণে ছাত্রদলের স্মরণসভা অনুষ্ঠিত

শারমিন সুলতানা, নরসিংদী প্রতিনিধি
জুলাই ১৭, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

শারমিন সুলতানা, নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশে ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে স্মরণসভা আয়োজন করেছে পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা ছাত্রদল। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল এবং সঞ্চালনা করেন ঘোড়াশাল পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ।

 

স্মরণসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আওলাদ হোসেন জনি, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পলাশ থানা শ্রমিক দলের সভাপতি আল আমিন ভূইয়া, ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, যুগ্ম আহ্বায়ক সাফিকুল ইসলাম, মিয়া মোহাম্মদ সজীব ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

বক্তারা স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, দেশের জন্য জীবন দেওয়া শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। একইসঙ্গে তাঁরা দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, মবের মাধ্যমে হত্যাযজ্ঞ ও লুটপাটের ঘটনার তীব্র নিন্দা জানান।

 

নেতারা বলেন, শহীদদের স্মরণ কেবল আবেগ নয়, এটি একটি শক্তি যা ভবিষ্যতের সংগ্রামে রূপান্তরিত করতে হবে। বক্তারা দলীয় নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে যেকোনো পরিস্থিতিতে সজাগ থাকার আহ্বান জানান এবং ভবিষ্যতে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।