Nabadhara
ঢাকারবিবার , ২০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ঘোড়ার গাড়ির চাকার নিচে পড়ে শিশুর মৃত্যু

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
জুলাই ২০, ২০২৫ ৮:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের নড়াগাতি থানার বাগুডাঙ্গা গ্রামে বাবার ঘোড়ার গাড়ির চাকার নিচে পড়ে সাদমান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৯জুলাই) দুপুরের দিকে বাগুডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সড়কে এ ঘটনা ঘটে।

নিহত সাদমান বাগুডাঙ্গা গ্রামের হাফিজুর মোল্যার ছেলে।

এলাকাবাসী ও শেখ ইকবাল হোসেন জানান, শনিবার দুপুরে বাগুডাঙ্গা আঠারোবেকি নদী থেকে পচানো (জাগ দেওয়া) পাট বোঝাই দিয়ে বাড়ির দিকে যাচ্ছিল হাফিজুর রহমান। শিশুটিও ঘোড়ার গাড়ির সাথে হেঁটে যাচ্ছিল বাড়ির দিকে। নদী থেকে কিছুদূর সামনে গেলে শিশুটি পা পিছলে ঘোড়ার গাড়ির চাকার নিচে চলে যায়। গাড়ির চাকা শিশুটির পেটের ওপর দিয়ে উঠে যায়। আশংকাজনক অবস্থায় সাদমান কে গোপালগঞ্জ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, শিশুটির মৃত্যুর খবর শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারও কোনো অভিযোগ না থাকায় শিশুটিকে দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।