Nabadhara
ঢাকারবিবার , ২০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্যকেন্দ্রে সংকট, বঞ্চিত গর্ভবতী নারীরা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জুলাই ২০, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চারটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে চলছে চরম জনবল ও ওষুধ সংকট। এই সংকটের ফলে প্রতিমাসে প্রায় ১৫ হাজারেরও বেশি মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিশেষ করে গর্ভবতী নারীরা পড়েছেন চরম দুর্ভোগে।

উপজেলার রহমতপুর, কেদারপুর, চাঁদপাশা ও জাহাঙ্গীরনগর ইউনিয়নে অবস্থিত এই চারটি কেন্দ্র দীর্ঘ ছয় মাস ধরে কার্যত অচল অবস্থায় রয়েছে। নেই প্রয়োজনীয় ওষুধ সরবরাহ, আবার অনেক পদেও নেই দায়িত্বপ্রাপ্ত কর্মী। ফলে গর্ভবতী মায়েরা এবং সাধারণ রোগে আক্রান্ত রোগীরা বাধ্য হচ্ছেন দূরবর্তী বাজারে গিয়ে চিকিৎসা নিতে, যা অনেকের সাধ্যের বাইরে।

স্থানীয় রিনা বেগম জানান, “আগে এখানে আসলেই ওষুধ, ইনজেকশন, পরামর্শ—সবকিছু পেতাম। এখন ডাক্তার নাই, ওষুধ নাই। বাজারে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে, যা খরচ সবার পক্ষে বহন করা সম্ভব না।”

বাবুগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, “দীর্ঘ ছয় মাস ধরে জনবল ও ওষুধ সংকট চলছে। আমরা বারবার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে বাজেট এবং প্রশাসনিক জটিলতার কারণে দ্রুত সমাধান সম্ভব হচ্ছে না। চেষ্টা করছি যেন গর্ভবতী মায়েদের জরুরি সেবা বন্ধ না হয়।”

তিনি আরও জানান, জাহাঙ্গীরনগর ও কেদারপুর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে উপসহকারী পরিবার কল্যাণ পরিদর্শক (পুরুষ) পদদুটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে, ফলে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে বরিশাল জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেবুব মোর্শেদ লিটু বলেন, “সারাদেশেই উপসহকারী পরিবার কল্যাণ পরিদর্শক পদে জনবল সংকট রয়েছে। ওষুধ সংকটও সারা দেশে বিদ্যমান। তবে খুব শিগগিরই রাজস্ব খাত থেকে অর্থ বরাদ্দ দিয়ে ওষুধ কিনে সংকট দূর করা হবে।”

স্থানীয়রা বলছেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। ইউনিয়ন পর্যায়ে এই ধরনের অব্যবস্থা চলতে থাকলে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যঝুঁকি আরও বাড়বে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।