Nabadhara
ঢাকারবিবার , ২০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সরাইলে শহীদ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
জুলাই ২০, ২০২৫ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

আলমগীর মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে অনুষ্ঠিত হয়েছে শহীদ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। শনিবার (১৯ জুলাই) বিকেলে শাহবাজপুর নিয়াজ মুহাম্মদ খেলার মাঠে টুর্নামেন্টের এই জমজমাট ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত খেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য আহসান উদ্দিন খাঁন শিপন। তিনি সরাইল-আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া-২) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী।

শাহবাজপুর ফুটবল একাডেমির আয়োজনে খেলার উদ্বোধন করেন সরাইল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফুল করিম রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি রিয়াজ আহমেদ রিপন ও মহিউদ্দিন সরকার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি আমান মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, বিএনপির যুগ্ম সম্পাদক মুরাদ সর্দার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামছুর রহমান পাভেল, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এস এম শাহীন আলম এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জামাল হোসেন লস্কর প্রমুখ।

ফাইনাল খেলায় অংশগ্রহণ করে এসএসসি ব্যাচ ২০২০ বনাম ২০২২। ম্যাচে ১-০ গোলে জয় লাভ করে এসএসসি ২০২২ ব্যাচ। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। ম্যাচটি পরিচালনা করেন রেফারি মাসুম উল্লাহ খন্দকার।

এই টুর্নামেন্ট ঘিরে স্থানীয় যুবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজক ও অতিথিরা ভবিষ্যতে এরকম ক্রীড়া আয়োজনে আরও সহযোগিতার আশ্বাস দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।