মাসুদ রানা, খানসামা (দিনাজপুর)
দিনাজপুরের খানসামা উপজেলায় মোছা. পারুল আক্তার (৩৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ জুলাই) ভোরে উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পারুল আক্তার একই গ্রামের মো. শাহজাহান আলী বাবুর স্ত্রী ও কাহারোল উপজেলার সুন্দরপুর গ্রামের মোতালেব হোসেনের মেয়ে। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, পারুল আক্তার দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এর আগেও তিনি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন, তবে পরিবারের সদস্যরা সময়মতো তাকে উদ্ধার করেছিলেন।
রোববার ভোরে পরিবারের লোকজন ঘরের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে দ্রুত তাকে নিচে নামিয়ে বিষয়টি পুলিশকে জানান।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।”
এ ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।