সাতক্ষীরা প্রতিনিধি
“গণঅভ্যুত্থান ২০২৪, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা—সবুজ পল্লবে স্মৃতি অম্লান” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা জেলা কৃষকদলের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২০ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড় ও প্রাণসায়ের খালপাড় এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা কৃষকদলের আহ্বায়ক মো. সালাউদ্দিন লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতউল্লাহ পলাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
এছাড়াও আলোচনায় অংশ নেন জেলা বিএনপির সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহিন, শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মো. কামরুজ্জামান কামু, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আনোয়ারুল ইসলাম ও সদস্য সচিব সাইলুর রহমান বিশ্বাস, তালা উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন, দেবহাটা উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম শফি ও সদস্য সচিব মো. রফিকুল ইসলাম খোকা প্রমুখ।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি নিউ মার্কেট মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রাণসায়ের খালপাড়ে এসে শেষ হয়। এরপর অতিথিবৃন্দ ঔষধি, ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কৃষকদল ও বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।