চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের হাইমচরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি) স্কিম-এর আওতায় ৪০ জন কৃতী শিক্ষার্থীকে পুরস্কার, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) দুপুরে হাইমচর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
তিনি বলেন, “ভালো ফল করা বা শুধু ভালো পেশায় যাওয়া নয়, বরং শিক্ষা এমনভাবে গ্রহণ করতে হবে যাতে তা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ব্যবহৃত হয়। শিক্ষাকে হতে হবে মানবিক ও সময়োপযোগী।” তিনি আরও বলেন, “৫ আগস্টের পর বৈষম্যহীন, স্বচ্ছ ও যোগ্যতার ভিত্তিতে গঠিত একটি নতুন বাংলাদেশ গড়তে হলে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”
স্কিম পরিচালক প্রফেসর মোঃ তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হক-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এবং চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
তারা শিক্ষার্থীদের আগামী দিনের বাংলাদেশ গঠনে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ জিল্লুর রহমান ফারুকি, বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নান সিকদার, শিক্ষার্থী মোঃ ফুয়াদ হাসান ও শ্রাবন্তি।
এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ ফারুকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
জেলা শিক্ষা অফিস এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.