দাউদ রানা, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কুরকী গ্রামের দারুস সালাম দাখিল মাদ্রাসার সুপার দীর্ঘ ২৮ বছর ধরে বিনা বেতনে চাকরি করছেন। ১৯৯৭ সালে নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় একই বছর সুপার হিসেবে যোগদান করেন তিনি। কিন্তু এত বছরেও মাদ্রাসাটি এমপিওভুক্ত হয়নি। ফলে কোনো বেতনভাতা ছাড়াই মানবেতর জীবনযাপন করছেন তিনি এবং তাঁর সহকর্মীরা।
দারুস সালাম মাদ্রাসার সুপার বলেন, “সারা জীবন চাকরি করেও বেতন পেলাম না। এখন অবসরের দ্বারপ্রান্তে এসে শুধুই আফসোস নিয়ে দিন গুনছি। এমপিওভুক্তির জন্য বহুবার শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় এমপি ও মন্ত্রীদের দ্বারে গিয়েছি। কিন্তু কোনো আশার বাণী পাইনি।"
তিনি আরও জানান, তাঁর মতো চৌহালী উপজেলার আরও ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-কর্মচারী একই দুর্দশায় দিন কাটাচ্ছেন। এ অবস্থায় তাঁরা দ্রুত এমপিওভুক্তির দাবি জানিয়েছেন।
আরেক মাদ্রাসা সুপার হযরত আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের মতো শিক্ষক-কর্মচারীরা চরম কষ্টে আছি। পরিবারের খরচ চালানো দায় হয়ে পড়েছে। আমরা সরকারের কাছে দ্রুত এমপিওভুক্তির দাবি জানাচ্ছি।”
চৌহালী উপজেলার এসব নন-এমপিও প্রতিষ্ঠান থেকে জানানো হয়, তাঁরা ‘নন-এমপিও ঐক্য পরিষদ’-এর ব্যানারে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করবেন।
মাদ্রাসার শিক্ষকরা জানান, বছরের পর বছর বিনা বেতনে চাকরি করায় পরিবার নিয়ে চরম দুঃসময় পার করছেন তাঁরা। অনেকেই আর্থিক সংকটে ভুগছেন, কেউ কেউ বিকল্প পেশায় যেতে বাধ্য হচ্ছেন।
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাঁরা দাবি জানিয়েছেন, দ্রুত এসব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করে শিক্ষক-কর্মচারীদের জীবনমান রক্ষা করা হোক। দারুস সালাম মাদ্রাসার সুপার শেষ ইচ্ছা জানিয়ে বলেন, “মরার আগে অন্তত আমার প্রতিষ্ঠানের এমপিওভুক্তি দেখতে চাই।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.