ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১৬ বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২১ জুলাই) ভোরে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সরকারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাসস্ট্যান্ড এলাকার টিকেট কাউন্টারের সামনে অভিযান চালিয়ে একটি ই এক্স-২ মডেলের পিকআপ ভ্যান তল্লাশি করা হয়। এসময় বস্তাভর্তি অবস্থায় ৭০ বোতল আইচ ভটকা (৭৫০ মি.লি.), ২৪ বোতল মেঘডয়েল নং-১ (৭৫০ মি.লি.) ও ২২ বোতল এসি ব্ল্যাক (৭৫০ মি.লি.)সহ মোট ১১৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অভিযানে আজিজুর রহমান হৃদয় (পিতা: হানিফ শওদাগর), এরশাদ নগর, টঙ্গী পূর্ব থানা, গাজীপুর—নামক এক মাদক কারবারিকে আটক করা হয়। তার ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।
ধোবাউড়া থানার ওসি আল মামুন সরকার জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়দের মধ্যে এ অভিযানে স্বস্তি ও প্রশংসার সুর লক্ষ্য করা গেছে।