Nabadhara
ঢাকাসোমবার , ২১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের চক্ষু ক্যাম্প: দৃষ্টিহীনদের আশার আলো

আজাহার আলী, বগুড়া প্রতিনিধি
জুলাই ২১, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আজাহার আলী, বগুড়া প্রতিনিধি

চোখ যে মনের কথা বলে—সেই চোখের আলো ফিরিয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বগুড়া খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল। শহরের গণ্ডি পেরিয়ে, জেলার প্রত্যন্ত অঞ্চলের দৃষ্টিশক্তিহীন ও স্বল্পদর্শী মানুষের জন্য আশার আলো নিয়ে হাজির হচ্ছে হাসপাতালটির চক্ষু ক্যাম্প

১৯৪১ সালে “চার্চেস অব গড মিশন” চত্বরে প্রতিষ্ঠিত হয় খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল। মানবসেবার ব্রত নিয়ে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠান আজও সেবার ঐতিহ্য বহন করে চলেছে। হাসপাতালটির উদ্যোগে পরিচালিত চক্ষু ক্যাম্পে গরীব ও সুবিধাবঞ্চিত রোগীদের জন্য বিনামূল্যে চোখ পরীক্ষা, ওষুধ, চশমা ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়। এমনকি চোখের জটিল রোগে আক্রান্ত রোগীদের বাছাই করে অস্ত্রোপচারের ব্যবস্থাও করা হয়।

বগুড়া চার্চেস অব গড মিশনের প্রশাসনিক কর্মকর্তা ডোনাল্ড দাস বলেন,“মানবসেবা শুধু একটি দায়িত্ব নয়, এটি মানবিকতার শ্রেষ্ঠ প্রকাশ। আমাদের লক্ষ্য—সেবাবঞ্চিত মানুষদের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। অনেকেই শুধু টাকার অভাবে চোখের চিকিৎসা করাতে পারেন না। তাদের জন্যই এই ফ্রি ক্যাম্পের আয়োজন।”

তিনি আরও জানান, এ ধরনের চক্ষু ক্যাম্প নিয়মিত আয়োজন করা হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, “এই চক্ষু ক্যাম্প আমাদের জন্য এক অভাবনীয় সুযোগ। যদি এখানে না আসতে পারতাম, তাহলে আমাদের দৃষ্টিজনিত সমস্যার সমাধান অনেক কঠিন হতো।”

এই ক্যাম্প যেন দরিদ্র জনগণের জন্য আশীর্বাদ। অন্ধকারে নিমজ্জিত জীবনে নতুন আলো জ্বেলে দিচ্ছে এই প্রতিষ্ঠান। বগুড়া খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল হয়ে উঠেছে এক মানবিক আলোচূড়া—যেখানে ভালোবাসা, সহমর্মিতা ও জনসেবার আলোয় দৃষ্টিহীন মানুষদের হৃদয়ে জ্বলছে নতুন জীবনের আশার দীপ্ত শিখা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।