Nabadhara
ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সরাইলের ঘরোয়া মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল জমজমাট আয়োজনে সম্পন্ন

Link Copied!

মোঃ আলমগীর মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় টিম টিঘরের উদ্যোগে আয়োজিত ঘরোয়া মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা ব্যাপক দর্শক সমাগম ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) বিকেলে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর পশ্চিমপাড়া বালুর মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির উপস্থিতি:
ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ দানিশ মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।

বিশেষ অতিথিরা ছিলেন,দুলাল মাহমুদ আলী, সাংগঠনিক সম্পাদক, সরাইল উপজেলা বিএনপি,মিজান মিয়া, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, উপজেলা বিএনপি,হাফেজ মনিরুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক, চুন্টা ইউনিয়ন বিএনপি,কাঞ্চন মিয়া, সভাপতি, সরাইল সদর ইউনিয়ন বিএনপি,মো. কবির মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী,আব্দুল গাফফার ও পিয়ারুল, যুগ্ম আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল।

এছাড়াও উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছায়েদ উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ারসহ স্থানীয় নেতৃবৃন্দ ও খেলা প্রিয় শত শত দর্শক।

ফাইনালে মুখোমুখি হয় হ্যালো আরিফ একাদশ বনাম লায়ন কিং একাদশ। উভয় দলের মধ্যে উত্তেজনাপূর্ণ হাড্ডাহাড্ডি লড়াই হলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে হ্যালো আরিফ একাদশ জয়লাভ করে এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন রাসেল সরকার এবং রেফারির দায়িত্বে ছিলেন মাসুম খন্দকার।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। দর্শকদের করতালিতে প্রমাণিত হয়, আয়োজকরা একটি সফল ও প্রাণবন্ত টুর্নামেন্ট উপহার দিতে পেরেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।