Nabadhara
ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দীঘিনালায় নবাগত ইউএনও মুহাম্মদ ইনামুল হাছানকে বরণ

Link Copied!

কাওসার হোসেন মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছানকে ফুলেল শুভেচ্ছা ও শুভকামনায় বরণ করেছে উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাব।

 

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে আয়োজিত বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীঘিনালা অফিসার্স ক্লাব। অনুষ্ঠান সঞ্চালনা করেন দীঘিনালা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামান।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নিউটন চাকমা, এলজিইডির প্রকৌশলী ফজলুল হক, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মুহাম্মদ মাইনুদ্দিন, স্কাউটের সহকারী কমিশনার মো. সোহানুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজর মো. আব্দুল হালিম ও দীঘিনালা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আক্তার হোসেন প্রমুখ।

 

বক্তারা নবাগত ইউএনও’র আগমনে দীঘিনালার সার্বিক উন্নয়নে নতুন গতির সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেন। তাঁরা বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইনশৃঙ্খলা ও পর্যটনসহ বিভিন্ন খাতে তাঁর নেতৃত্বে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

 

৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান এর আগে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীঘিনালা তাঁর দ্বিতীয় কর্মস্থল।

 

বরণ শেষে বক্তব্যে ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান বলেন, “দীঘিনালা পাহাড়ের অপার সম্ভাবনার এক অঞ্চল। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় সংস্কৃতি ও সম্প্রীতির পরিবেশ এই এলাকাকে এগিয়ে নেওয়ার জন্য অনন্য সুযোগ এনে দিয়েছে।”

 

তিনি বলেন, “শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইনশৃঙ্খলা, পর্যটন ও খেলাধুলাসহ সব খাতে উন্নয়ন নিশ্চিত করতে কাজ করব। তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে অবকাঠামো ও সুযোগ-সুবিধা বাড়ানো হবে। সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ, শিক্ষিত ও সমৃদ্ধ দীঘিনালা গড়ে তোলা সম্ভব হবে।”

 

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।