Nabadhara
ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে সেফটি ট্যাংকির সেন্টারিং খোলার সময় চাচা-ভাতিজার ম/র্মান্তিক মৃত্যু

জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর)
জুলাই ২২, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে নির্মাণাধীন একটি মসজিদের সেফটি ট্যাংকির সেন্টারিং (বাঁশ ও তক্তার কাঠামো) খুলতে গিয়ে চাচা ও ভাতিজা মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২২ জুলাই) বিকেল চারটার দিকে। নিহতরা হলেন—জাঙ্গালিয়া গ্রামের জোনাব আলীর ছেলে যদু মিয়া (৩৮) ও তার ভাতিজা সুরুজ মিয়ার ছেলে মোশারফ হোসেন (২৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাঙ্গালিয়া মধ্যপাড়া জামে মসজিদের নির্মাণাধীন সেফটি ট্যাংকির ঢাকনা খুলে প্রথমে যদু মিয়া নিচে নামেন। অনেকক্ষণ পরও তার কোনো সাড়া না পেয়ে ভাতিজা মোশারফও সেফটি ট্যাংকিতে নামেন। এরপর অনেকক্ষণ কেটে গেলেও তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে উপস্থিত লোকজন চিৎকার শুরু করেন।

খবর পেয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও মাদারগঞ্জ মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয়দের সহযোগিতায় ট্যাংকির একটি সাইটের ওয়াল ভেঙে দুইজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহতদের পরিবার ময়নাতদন্তে রাজি না হওয়ায় একটি অপমৃত্যুর মামলা রুজু করে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

এদিকে একই বাড়িতে দুইজনের মরদেহ পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। কেউই এই অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না। পুরো গ্রামে নেমে এসেছে শোকের মাতম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।