হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর মডেল প্রেসক্লাব থেকে একযোগে ১৬ জন সাংবাদিকের পদত্যাগ এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গতকাল (২২ জুলাই) বিকেলে পদত্যাগপত্র জমা দেওয়ার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে সাংবাদিক মহলে আলোচনা ও মেরুকরণের সূচনা হয়।
পদত্যাগকারী সাংবাদিকদের অভিযোগ, ক্লাবের সভাপতি আজিজুর রহমান জয়ের রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে ক্লাবের নিরপেক্ষতা ও পেশাগত আদর্শ প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। এজন্য তারা ক্লাবের সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
ক্লাবের সাধারণ সম্পাদক আল-আমিন বলেন, "আমরা বিশ্বাস করি, সাংবাদিকতা একটি স্বাধীন ও নিরপেক্ষ পেশা। ক্লাবের নেতৃত্ব যদি রাজনৈতিক প্রভাবিত হয়, তাহলে সেটি গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাদারিত্বের পরিপন্থী। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি নতুন একটি নিরপেক্ষ ও পেশাদার সংগঠন গঠনের উদ্যোগ নেওয়ার।"
অন্যদিকে, ক্লাবের সভাপতি আজিজুর রহমান জয় বলেন, “প্রত্যেক সদস্যের নিজস্ব মতামত ও সিদ্ধান্তের অধিকার রয়েছে। কেউ কোনো বিষয়ে অসন্তুষ্ট হলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত ছিল। আমি মূলধারার সাংবাদিকদের সঙ্গে নিয়ে প্রেসক্লাবকে আরও এগিয়ে নিতে কাজ করব।”
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক কায়েস আহমদ সালমান বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও পেশাদারিত্ব বজায় রাখতে ঐক্যবদ্ধতা জরুরি। তবে পদত্যাগ একটি গণতান্ত্রিক অধিকার। এর পেছনের কারণগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত।”
পদত্যাগকারী ১৬ জন সাংবাদিকের তালিকা:
১. ফরাসউদ্দিন – প্রচার সম্পাদক
২. সোহাগ মিয়া – সমাজকল্যাণ সম্পাদক
৩. রাকিব উদ্দিন লস্কর – সহ-সভাপতি
৪. সেঃ মাথু – অর্থ সম্পাদক
৫. চাঁদ সুলতানা চৌধুরী (শাবানা) – যুগ্ম সম্পাদক
৬. আল-আমিন – সাধারণ সম্পাদক
৭. রুহুল আমীন খান – ধর্ম বিষয়ক সম্পাদক
৮. মোঃ রুবেল মিয়া – সদস্য
৯. আবেদ আলী – সদস্য
১০. আমিনুল ইসলাম পাঠান – সদস্য
১১. জাহাঙ্গীর আলম অনিক – সদস্য
১২. ইমদাদুল ইসলাম – সদস্য
১৩. এখলাছ সিরাজী – সদস্য
১৪. মনিরুল ইসলাম বাঁকাউল – সদস্য
১৫. বোরহান উদ্দিন খান – দপ্তর সম্পাদক
১৬. জারমান ফয়েজ – সদস্য
এই পদত্যাগের ঘটনাকে ঘিরে মাধবপুরের সাংবাদিক সমাজে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে ভবিষ্যতের জন্য একটি টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন। এখন দেখার বিষয়—এই সংকট থেকে সাংবাদিক সমাজ কীভাবে ঘুরে দাঁড়ায়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.