শারমিন সুলতানা, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৩ জুলাই ২০২৫) বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকণ্ঠের নিজস্ব প্রতিবেদক হাজী জাহিদ হোসেন গাজী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরটিভির নরসিংদী প্রতিনিধি নূরে-আলম রনি।
কমিটির অন্য সদস্যরা হলেন—
সিনিয়র সহ-সভাপতি: জাহাঙ্গীর কবির (দৈনিক যুগান্তর)
সহ-সভাপতি: এসকে দেবনাথ সমির (দৈনিক সংবাদ)
যুগ্ম সম্পাদক: আল-আমিন মিয়া (প্রতিদিনের সংবাদ)
সহ-সম্পাদক: মাহবুব সৈয়দ (রূপালী বাংলাদেশ)
কোষাধ্যক্ষ: সাইফুল ইসলাম (দৈনিক জনকণ্ঠ)
দপ্তর সম্পাদক: তারেক পাঠান (দৈনিক ইনকিলাব)
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: সাব্বির হোসেন (একুশে সংবাদ)
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: বাইজিদ আহাম্মেদ (সময়ের আলো)
কার্যনির্বাহী সদস্য: আশাদউল্লাহ মনা (দৈনিক সমকাল), আক্তারুজ্জামান (দৈনিক ইত্তেফাক), জাহিদুল ইসলাম জাহিদ (দৈনিক সবুজ বাংলা)
২০২৫-২০২৭ মেয়াদের জন্য গঠিত এই কমিটি পলাশ উপজেলার সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষাসহ স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন ক্লাব সদস্যরা।