জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর)
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপজেলা সাবরেজিস্টার আবুল কালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (২৩ জুলাই ২০২৫) দুপুরে দলিল লেখক সমিতির নবনির্বাচিত সভাপতি ও সাবেক সিধুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ হামিদ এবং সাধারণ সম্পাদক আনোয়ার কাওসার সাবরেজিস্টার আবুল কালামের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাতে অংশ নেন। এ সময় তাঁরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাবরেজিস্টারকে।
সাক্ষাৎকালে সাবরেজিস্টার আবুল কালাম নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং দলিল লেখকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আশ্বাস দেন।
এ সময় মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের দলিল লেখকরাও উপস্থিত ছিলেন। উপস্থিত দলিল লেখকরা জানান, এবারের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পরিচালনায় মাদারগঞ্জ উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মঞ্জুর কাদের বাবুল খানের উপস্থিতি ও ভূমিকায় নির্বাচন ছিল স্বচ্ছ ও গ্রহণযোগ্য। দলিল লেখকদের পক্ষ থেকে তাঁকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
নবনির্বাচিত কমিটির সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে মাদারগঞ্জে দলিল লেখকদের পেশাগত কার্যক্রম আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ হবে।