রাসেল আহমেদ, খুলনা জেলা প্রতিনিধি
আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেতে মাঠে নেমেছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে তিনি তেরখাদা উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগ শুরু হয় বারাসাত গ্রাম থেকে। এরপর তিনি কাটেংগা বরইতলা বাজার, গোলাপান তিতা, বাবনডাঙ্গাসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। বাড়ি বাড়ি গিয়ে স্থানীয়দের খোঁজখবর নেন, দোয়া চান এবং নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।
গণসংযোগকালে পারভেজ মল্লিক বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে এক সময় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু গত এক যুগেরও বেশি সময় ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগণ এখন পরিবর্তন চায়। বিএনপি-ই সেই পরিবর্তনের প্রতীক হয়ে উঠবে।”
তিনি আরও বলেন, “বিএনপির ঘোষিত ৩১ দফা রূপকল্প বাস্তবায়নের মাধ্যমে একটি কল্যাণমুখী, জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন সম্ভব। আমি সেই বার্তাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠে নেমেছি।”
গণসংযোগের সময় বারাসাত ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের জরাজীর্ণ অবস্থা ও চিকিৎসাসেবার অভাবের কথা তুলে ধরেন স্থানীয়রা। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পারভেজ মল্লিক সরেজমিনে স্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করেন এবং দ্রুত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের আশ্বাস দেন।
এছাড়া তিনি নিজ এলাকার বিভিন্ন মাদ্রাসা, খেলার মাঠ ও গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করেন। শিশু-কিশোরদের সঙ্গে ফুটবল খেলায় অংশ নিয়ে স্থানীয়দের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি করেন।
স্থানীয় ভোটাররা বলেন, তারা এমন একজন জনপ্রতিনিধি চান, যিনি প্রকৃত অর্থে এলাকার উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে কাজ করবেন। বেকার যুবকদের কর্মসংস্থান, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে তারা আশাবাদী।
গণসংযোগে অংশ নেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ, কামরুল মল্লিক, তুষার মল্লিক, লালিম শেখ, সরদার জিয়াউর রহমান, কামরুল হাসান, নাইমুর রহমান, আছাবুর রহমানসহ স্থানীয় বিএনপির শতাধিক নেতাকর্মী।