ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল শাহবাজপুর থেকে বিশ্বরোড মোড় হয়ে আশুগঞ্জ পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার জুড়ে যানজটের কারণে দুর্বিষহ ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। সড়কে খানাখন্দ, চলমান চারলেন প্রকল্পের ধীরগতি ও বৃষ্টির পানিতে রাস্তা আরও ক্ষতিগ্রস্ত হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত সরেজমিনে দেখা যায়, বিশ্বরোড মোড় এলাকার গোলচত্বরের চারপাশে মহাসড়কে বড় বড় গর্ত থাকায় গাড়িগুলো অত্যন্ত ধীরগতিতে চলছে। গত রাতের বৃষ্টিতে গর্তে পানি জমে আরও বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে চালকরা ঝুঁকি এড়াতে অনেক সময় গাড়ি থামিয়ে রাখছেন।
স্থানীয় বাসিন্দা শরীফ মুন্সি, ডা. সাধন পাল ও মীর আক্কাছ আলী জানান, এই এলাকায় দীর্ঘদিন ধরেই যানজট লেগে থাকে। চারলেইন প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে স্থবির থাকায় দুর্ভোগ আরও বেড়েছে। বিশ্বরোড মোড়টি ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সংযোগস্থল হওয়ায় এর গুরুত্ব অনেক, তাই দ্রুত সড়ক মেরামত ও উন্নয়ন কার্যক্রম শেষ করার দাবি জানান তারা।
সরাইল খাঁটিহাটা হাইওয়ে থানার এসআই মো. সাজিব মিয়া বলেন, “গত রাতের বৃষ্টিতে গর্তে পানি জমায় যান চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। চারলেইন প্রকল্পের কাজ দ্রুত শেষ না হলে এই পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। আমরা পুলিশ সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করছি যান চলাচল স্বাভাবিক রাখতে। আশা করছি কিছুক্ষণের মধ্যেই যানজট কিছুটা কমবে।”
ভুক্তভোগীরা সড়ক ব্যবস্থাপনার দ্রুত উন্নয়ন ও প্রকল্প কাজের গতি বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।