আমিনুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী )
সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ কিন্ডার গার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নিষেধাজ্ঞার প্রতিবাদে রাজশাহীর দুর্গাপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির দুর্গাপুর উপজেলা শাখা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় উপজেলার ১৪টি কিন্ডারগার্টেনের শিক্ষক ও শিক্ষার্থীরা একযোগে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
শিক্ষকরা বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে—এটা মেধার প্রতি অবিচার ও চরম বৈষম্য। তারা বলেন, “সরকারি স্কুলে শুধু দরিদ্ররা পড়ে—এই যুক্তি ভ্রান্ত। সরকারি বিদ্যালয়েও নানা শ্রেণিপেশার শিক্ষার্থী পড়াশোনা করে, সরকার সেখানে উপবৃত্তি ও মিডডে মিল চালু করেছে, কিন্ডারগার্টেন তার বিরোধিতা করেনি। তবে এখন কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বঞ্চিত করায় তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।”
শিক্ষার্থীরাও স্মারকলিপি প্রদানকালে ইউএনওর কাছে বলেন, “আমরা জন্মসূত্রে বাংলাদেশি। আমাদের জীবনের প্রথম বড় মেধা যাচাইয়ের সুযোগ থেকে বঞ্চিত করা যেন মৌলিক অধিকার হরণ। এ বৈষম্য বন্ধ করতে হবে।”
উপজেলা নির্বাহী অফিসার স্মারকলিপি গ্রহণ করে আশ্বাস দেন, বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
কর্মসূচিতে দুর্গাপুরের বিভিন্ন কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।