জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর)
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের দক্ষিণ গজারিয়া গ্রামে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মেহেদী হাসান (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ জুলাই) মেহেদী পলিশা উচ্চবিদ্যালয়ের পেছনে একটি বিদ্যুৎ লাইনের কাজ করছিলেন। কাজ চলাকালীন হঠাৎ করে লাইনে বিদ্যুৎ চলে আসে এবং সে সঙ্গে সঙ্গে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মেহেদী দক্ষিণ গজারিয়া গ্রামের বজলুর রহমানের ছেলে। তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তরুণ এই মেহেদীর অকাল মৃত্যুতে পুরো গ্রামে শোকের পরিবেশ বিরাজ করছে।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বিদ্যুৎ বিভাগের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তারা এর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।