Nabadhara
ঢাকাশনিবার , ২৬ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন

হবিগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৬, ২০২৫ ৯:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর সদস্য পদ নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলা বিএনপির আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নেতা সৈয়দ মো. ফয়সল।

সভায় সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মো. ফয়সল বলেন, “বিগত সরকার দেশের গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করেছে। বিএনপি দীর্ঘ ১৬ বছর ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমি একসময় পায়ে হেঁটে মাধবপুরের প্রতিটি গ্রামে ঘুরে সংগঠন গড়েছি, তখন বিএনপি এতটা শক্তিশালী ছিল না, অনেকেই সেসময় পাশে ছিলেন।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা ইতোমধ্যে জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যেই আমাদের এখন থেকেই মাঠে নামতে হবে। নিষ্ঠা ও একতার সঙ্গে কাজ করলেই আমরা বিজয় অর্জন করতে পারবো ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, সহ-সভাপতি মো. আরজু মিয়া, পারভেজ হোসেন চৌধুরী ও হাজী অলিউল্লাহ, যুগ্ম সম্পাদক সুমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি ও যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল বাবুল।

এছাড়াও স্বেচ্ছাসেবক দলের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সদস্য সচিব ফরিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলাম এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান মীর খুরশেদ আলম, বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুক, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান ও বাবুল খান, একলাছুর রহমান ভূঁইয়া, সাব্বির হাসান বকুলসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

উপজেলার ১১টি ইউনিয়নের বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকরাও কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য দেন।

অনুষ্ঠানটি তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে জানান আয়োজকেরা। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কার্যক্রমে গতি এসেছে বলেও নেতারা মত প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।